রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ সুরক্ষা ওয়েবসাইট
৫ আগস্ট ২০২৩ ২২:৫৭
ঢাকা: সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধনের জন্য শুরু হওয়া সুরক্ষা ওয়েবসাইট। তবে রক্ষণাবেক্ষণের কাজ শেষে রোববার (৬ আগস্ট) বিকেল নাগাদ পুনরায় এই সার্ভিস আবার শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সেন্টার বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের কাজ হয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইটে। আর তাই সাময়িকভাবে হয়ত অনেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। আশা করছি আগামীকাল বিকেল থেকেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
উল্লেখ্য, দেশে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের জন্য শুরু করা হয় সুরক্ষা ওয়েবসাইটটির। ৫ আগস্ট পর্যন্ত এই ওয়েব সাইটে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করেছেন ৯ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৫০৯ জন। এছাড়া পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ সর্বমোট এখন পর্যন্ত ১১ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৭৬৮ জন সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।
সারাবাংলা/এসবি/একে