Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে টয়েলেটে লাশ,স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৩ ১৯:১৩ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ২০:২৪

বাগেরহাট: বাগেরহাটে টয়লেটের ট্যাংক থেকে ফিরোজা বেগম রুমা (৩৮) নামের এক গৃহবধুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বাগেরহাট সদর থানা পুলিশ উপজেলার দেওয়ানবাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আলী হোসেন মোল্লাকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

নিহত ফিরোজা বেগম দেওয়াবাটি গ্রামের গফুর মোল্লার মেয়ে। গ্রেফতার মো. আলী হোসেন মোল্লা বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার আজিজ মোল্লার ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জেরে ফিরোজা বেগমকে হত্যা করে তার স্বামী মো. আলী হোসেন মোল্লা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আসামি আলী হোসেন প্রায় ৭ দিন আগে তার স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকের মধ্যে ফেলে রাখেন। এর মধ্যে গত ৩ আগস্ট আলী হোসেন থানায় এসে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিডিও করেছিলেন।’

ওসি আরও বলেন, ‘পরবর্তীতে শনিবার (৫ আগস্ট) দুপুরে ফিরোজা বেগমের মেয়ে পূর্ণিমা ও তার স্বামী রায়হান ব্যাপারীসহ পিরোজপুর থেকে মায়ের খোঁজে বাড়িতে এসে ঘরের মধ্য পচা গন্ধ পান। এ সময় পূর্ণিমা ও তার স্বামী রায়হান বাথরুমের ট্যাংকের স্লাভ খুললে একটি বস্তার মধ্যে তার মায়ের মুখ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেয়। তখন আসামি আলী হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে পূর্ণিমার স্বামী রায়হান আলীকে ধরে ফেলে। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

পুলিশ বাগেরহাট হত্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর