Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ ট্যাংকারে ইউক্রেনীয় ড্রোনের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট ২০২৩ ১১:৪০ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ১৪:১১

কৃষ্ণ সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস সেদেশের নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

তাসের প্রতিবেদনে বলা হয়, কের্চ প্রণালীতে রাতভর ইউক্রেনীয় হামলায় জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই জাহাজের ১১ জন ক্রুর কেউ আহত হননি।

বেশ কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার দাবি করেছেন, জাহাজটি রাশিয়ার সিগ তেল ট্যাংকার। ক্রিমিয়ান সেতু থেকে বেশ দূরে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন জাহাজটিতে আঘাত হানে।

তারা বলছেন, কাছাকাছি উপকূলীয় গ্রামের বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইউক্রেন এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার মেরিন রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি জাহাজ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ড্রোনের আঘাতে ট্যাংকারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমআরসিসি ট্যাংকার এবং এটির মালিক সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি।

নেভাল ড্রোন বা সামুদ্রিক ড্রোন হলো ছোট বিমান যা জলের পৃষ্ঠের উপর এবং নীচে চলতে পারে। এর আগে গতকাল শুক্রবারও ক্রাসনোদর অঞ্চলের কৃষ্ণ সাগর বন্দর শহর নভোরোসিস্কের কাছে একটি জাহাজে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছিল।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর