Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে জয়লাভ করাব: মায়া

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৩ ২১:৪৪

ঢাকা: ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আপনাদের সঙ্গে রাজপথে রাজনীতি করেছি। আমরা জানি আপনাদের মুরোদ কতদূর।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাই বেশি বাড়াবাড়ি আর না করাই ভালো। যদি আওয়ামী লীগকে হুমকি দেন, আর জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে চান তার রূপ কিন্তু ভয়াবহ হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জয়লাভ করাব।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের এক সভায় তিনি এসব কথা বলেন।

আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ১৪ দল।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আরও বলেন, এখন বিএনপি যে প্রোগ্রাম দেয় তা আস্তে আস্তে বেলুনের মতো চুপসে গেছে। সেই জৌলুস আছে আর মির্জা ফখরুলের? এখন আর হাত-পা নাইরা কথা কয় না? আগের মতো সেই হাঁকডাক দেয় না।এখন একটাই কথা বলে এক দফা, শেখ হাসিনাকে উৎখাত করতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে। এটা কি মগের মুল্লুক? জননেত্রী শেখ হাসিনা একটানা সাড়ে ১৪ বছর ক্ষমতায়। বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। বিশ্বের দরবারে আমরা গেলে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। এক কথায় তারা আমাদের সম্মান করে।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর