Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এবার অধিকার আদায়ে মরণযুদ্ধ করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৩ ১৯:০৭ | আপডেট: ৪ আগস্ট ২০২৩ ২২:৫৭

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অধিকার আদায়ের আন্দোলনে আছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। এ আন্দোলন চূড়ান্ত আন্দোলন। এবার অধিকার আদায়ে মরণযুদ্ধ করতে হবে। ঘরে ফিরে যাওয়ার আর পথ নেই।’

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। এরা দেশে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছে। আর এই ফ্যাসিবাদী সরকার থেকে জনগণকে উদ্ধার করার জন্য যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আজকে সেই তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। শুধু তারেক রহমানকেই নয়, যিনি কোনো দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, সেই ডা. জোবাইদা রহমানকেও সাজা দেওয়া হয়েছে। কারণ, তিনি তারেক রহমানের সহধর্মিণী।’

তিনি বলেন, ‘আজকে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। একই সময়ে দুর্নীতির অভিযোগে সরকার প্রধানের বিরুদ্ধেও ১৫ টি মামলা হয়েছিল। বিচার বিভাগকে ব্যবহার করে মামলাগুলো নাই করে ফেলেছে। শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকার আজ তাদের পদন্নোতি দিচ্ছে। আজ সমগ্র দেশ দুর্নীতি মাকড়সার জালের মত ছড়িয়ে পড়েছে।’

ফখরুল বলেন, ‘আজকে চাল-ডাল, বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বেড়েছে। সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। ডেঙ্গুতে মারা যাচ্ছে শত শত মানুষ। সেদিকে সরকারে কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের শুধু একটাই চিন্তা, কীভাবে ক্ষমতা ধরে রাখা যায়।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আমানউল্লাহ আমানের সভাপতিত্বে, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবীন ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর