Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় ধস: বান্দরবানের সঙ্গে থানচির যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৩ ১৭:৫৯

বান্দরবান: দুই দিন ধ‌রে টানা বৃষ্টির কার‌ণে পাহাড় ধসে পাথর পড়ে বান্দরবান-থানচি সড়ক বন্ধ হ‌য়ে‌ যায়। প‌রে ফায়ার সা‌র্ভিস ও সেনা‌বা‌হিনীর ১৬ইসি‌বির সদস‌্যরা যৌথভা‌বে ‌চেষ্টা চা‌লি‌য়ে সড়‌ক থেকে পাথর স‌রি‌য়ে ফেলে। এতে করে দুই ঘণ্টার পর জেলার শহরের সঙ্গে উপজেলার সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হয়।

শুক্রবার (৪ আগস্ট) থানচি বান্দরবান থান‌চি সড়ক প‌থে নীল‌গি‌রি-জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে এ ঘটনা ঘ‌টে। থানচি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার তরুন জ্যোতি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তরুন জ্যোতি বড়ুয়া জানান, সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চলাচল করতে হবে।

রাস্তা পিচ্ছিল হওয়ায় সকল ড্রাইভারদের সাবধানে গাড়ী চালানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কমকর্তা।

এর আগে, শুক্রবার ভো‌রে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের উপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর ধসে পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর ১৬ ইসিবি যৌথভা‌বে চেষ্টা চা‌লি‌য়ে পাথর‌টি সরা‌লে দুপুরের দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

সারাবাংলা/এনএস

পাহাড় ধস বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর