Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৩ ১৭:৫৬

সিলেট: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের রায় ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপি, সব অঙ্গ ও সহযোগী সংগঠন, সব উপজেলা, পৌর ও মহানগরীর সব ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

সারাবাংলা/একে

প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর