মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ১২:৫১ | আপডেট: ৪ আগস্ট ২০২৩ ১৫:২০
৪ আগস্ট ২০২৩ ১২:৫১ | আপডেট: ৪ আগস্ট ২০২৩ ১৫:২০
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দেশটির পুলিশ বাস চালককে আটক করেছে।
রয়টার্স আরও জানায়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। ভ্রমণের সময় বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ যাত্রী ছিল।
সারাবাংলা/এনইউ