Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার শুধু ইয়েস শুনতে চায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২১:০৬

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায়। তারা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না। এ কারণেই, চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক নিয়োগ করতে চায়। সেজন্যই দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার। এতে দেশ ও মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগ বাধাগ্রস্থ হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় জাপা চেয়ারম্যানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘পেশাজীবী সংগঠনগুলো করা হয় একটি উদ্দেশ্য থেকে। যেমন কখন কোন পণ্য আমদানি করতে হবে, কোন পণ্যের কত দাম হবে এবং ব্যবসায়ীরা কী পরিমাণ ব্যবসা করবে তা নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো হেল্পিংহ্যান্ড হিসেবে সহায়তা করতে পারে। এভাবে প্রতিটি সেক্টরের পেশাজীবী সংগঠনগুলো সরকারের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। এসব সংগঠন থেকে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে। আবার সরকার ইচ্ছে করলে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘পেশাজীবী সংগঠনগুলোতে কোন দল বা কোন মতের লোক নির্বাচিত হবে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে। দলের প্রতি আনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সঙ্গে। সকল পেশাজীবী সংগঠন তৈরি করা হয় জনগণের কল্যাণের জন্য। পেশাজীবী সংগঠনের নেতারা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। কারণ, সরকার সব পেশাজীবী সংগঠন দলীয়কণের মাধ্যমে নষ্ট করেছে। এখন সরকার কথা মতো পেশাজীবী সংগঠনগুলো ইয়েস স্যার বলছে। জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে। অথচ, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল।’

বিজ্ঞাপন

জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে। কিন্তু সরকার তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত। এবার এফবিসিসিআই নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, এটাকে সরকারের স্বার্থেই সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া উচিত।’ এ সময় এফবিসিসিআই’র বিজয়ী পরিচালক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশকে অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শুভেচ্ছা বিনিময়ের সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ইয়েস স্যার জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর