ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল আগের সব বছরের রেকর্ড
৩ আগস্ট ২০২৩ ২০:৪৬
ঢাকা: দেশে বুধবার (২ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৩ জন। দেশে ডেঙ্গু সংক্রমণ শনাক্তের পরে এটি সর্বোচ্চ মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতবছর ডেঙ্গুতে মারা যায় ২৮১ জন।
বুধবার (২ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৮৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর হিসাব পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৭ হাজার ২৫৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৬৫০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৫৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ২২৩ জন। এর মাঝে ঢাকায় ২৭ হাজার ৬৮৬ এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/এসবি/পিটিএম