Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ও ৫ আগস্ট ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২০:৩৯

ঢাকা: গত ২৮ জুলাই ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ শেষে গুলিস্থানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হাফেজ রেজাউল করীমের হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার (৪ আগস্ট) এবং শনিবার (৫ আগস্ট) বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বক্স কার্লভার্ট রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ ‍মুহাম্মাদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী ছাত্র আন্দোলনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৪ আগস্ট জেলা ও মহানগরে এবং ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর