তাকসিমকে ফের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
৩ আগস্ট ২০২৩ ২০:৩৬
ঢাকা: প্রকৌশলী তাকসিম এ খানকে ফের তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর আগামী ১৪ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
গত ১১ জুলাই অনুষ্ঠিত ওয়াসার বোর্ডসভায় তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। পরে প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাকসিম এ খানের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। প্রথমবার দায়িত্ব শেষ হওয়ায় একাধিকবার তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।
সারাবাংলা/ইউজে/একে