Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২০:২৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৩ ২৩:০০

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (৪ আগস্ট) সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুমতি না দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের আয়োজনে শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দুদিন আগেই ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেবেদন করেছিল দলটি।

এর আগে, গত মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করতে চেয়েছিল দলটি।

এ লক্ষ্যে গত ২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। চিঠিতে তারা মঙ্গলবার ১ আগস্ট সমাবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু সেই অনুমতি না পাওয়ায় সমাবেশের তারিখ পিছিয়ে ৪ আগস্ট নতুন তারিখ ঘোষণা করে দলটি।

সারাবাংলা/একে

জামায়াত টপ নিউজ সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর