হাসপাতালে নুরকে দেখে এলেন ফখরুল
৩ আগস্ট ২০২৩ ১৬:৩৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৩ ১৮:৪৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে হামলার শিকার গণঅধিকার পরিষদের (একাংশ) নুরুল হক নুরকে হাসাপাতালে গিয়ে দেখে এলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নুরকে দেখতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।
উল্লেখ, গতকাল বুধবার (২ আগস্ট) টিএসসিতে রাজু ভাস্ককর্যের পাদদেশে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার সঙ্গে থাকা কয়েকজন অনুসারীও এ সময় হামলার শিকার হন। হামলার পর থেকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই হামলার ঘটনা ছাত্রলীগ ঘটিয়েছে।
সারাবাংলা/এজেড/এনএস