‘চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশনতো আমাদের কমিটমেন্ট’
৩ আগস্ট ২০২৩ ১৪:২৭ | আপডেট: ৩ আগস্ট ২০২৩ ১৫:৩৪
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট।
তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা ফ্রি, ফেয়ার ও পিসফুল ইলেকশন চাই আর পিটার হাসের বক্তব্যের মূল বিষয় সেটাই ছিল।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বেলা সোয়া ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগ নেতারা।
ওবায়দুল কাদের বলেন, আমরা সব সময় বলি, নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য, আমরা যার সঙ্গে আলাপ করি, আমাদের অঙ্গীকার ও বক্তব্য একটি। এটি অত্যন্ত ক্লিয়ার। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবার সঙ্গে বলছি। এটা আমাদের কমিটমেন্ট। আর গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালী ফসল। আজকে যেটুকু অর্জন শেখ হাসিনার নেতৃত্বেই এসেছে। শেখ হাসিনার অধীনেই বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি তার বক্তব্যে কোথাও কেয়ারটেকার গভর্নমেন্ট, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, ইলেকশন কমিশনের বিলুপ্তি;এই সব বিষয়ে একটা কথাও বলেননি। আমরা ফ্রি, ফেয়ার ও পিসফুল ইলেকশন চাই তার বক্তব্যের মূল বিষয়টাও ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন। এখানে আর কোন শব্দ যোগ নাই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ বিষয়ে কোন কথা হয়নি।
শান্তিপূর্ণ ইলেকশনের জন্য কোন চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমাদের তো বাইরে এক কথা ভিতরে আরেক কথা; এমন কোন মনোভাব নিয়ে বসি নাই। কাজেই আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি ফায়ার ইলেকশন করা এটাতো আমাদের কমিটমেন্ট।
সারাবাংলা/এনআর/এনইউ