Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৭১১ জন

সারাবাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৩ ২৩:৪৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে ১২ জন মারা গেছেন। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ১৩০ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮১ জন।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮৬৯ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৫৬ জন রোগী।

এতে আরও বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৫৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৪৬১ এবং ঢাকার বাইরে ২৫ হাজার ৬৬৬ জন। এদিকে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৩৭৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১১৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২০ জন।

সারাবাংলা/পিটিএম

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর