Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতার ভেতর ইয়াবা পাচারকালে বিমানযাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ২৩:৪৯

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে জুতার ভেতর পাচারকালে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনসুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাজীবুল হাসান কোবাদ রাজবাড়ী জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চর শ্যামলানগর এলাকার বাসিন্দা মো. শামসুদ্দীন শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার জিঞ্জিরায় বসবাস করেন।

নিরাপত্তা কর্মীদের বরাতে মনসুর উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে নভোএয়ারের একটি বিমান কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচি ছিল। ওই বিমানের ১৮-বি সিটের যাত্রী ছিলেন রাজীবুল হাসান কোবাদ। বন্দরের নিরাপত্তাকর্মীরা যাত্রীদের মালামাল স্ক্যানিং করছিলেন। এ সময় কোবাদের শরীরে সন্দেহজনক মালামাল বহনের সংকেত পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৪০টি ইয়াবা পাওয়া যায়।’

ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক যাত্রীকে এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ওএফএইচ/পিটিএম

ইয়াবা জুতার ভেতর