Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণ রায় চৌধুরীর ৮ সপ্তাহের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৭:৩২

নিপুণ রায় চৌধুরী, ফাইল ছবি

ঢাকা: অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাকে ঢাকা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

টপ নিউজ নিপুণ রায় চৌধুরী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর