Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান সঙ্কট রাজনৈতিক: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৪:৩০ | আপডেট: ১ আগস্ট ২০২৩ ১৬:১৬

কাজী হাবিবুল আউয়াল, ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক সহজ হবে।’

রাজনৈতিক সঙ্কট সমাধানে সবাইকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সিইসি। মঙ্গলবার (১ আগস্ট) সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় নিয়ে সঙ্কট রয়েছে। সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচনটা হবে।’

সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ‘ওনারাও বিশ্বাস করেন (সমস্যা সমাধানে) রাজনৈতিকগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সঙ্কটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিসনের চেষ্টা করা উচিত। জাতীয় নির্বাচনকে সামন রেখে অক্টোবরে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে বলে তারা জানতে পারেন। জবাবে আমরা তাদেরে বলেছি, আরপিও সংশোধন হওয়ায় নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি।’

বিজ্ঞাপন

‘অন্যদিকে রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কেও মার্কিন রাষ্ট্রদূত আমাদের কাছে জানতে চেয়েছেন, রাজনৈতিক মাঠে থাকা দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা বলেছি, ইসি যাচাই বাচাই করে দুইটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য বাচাই করেছে। বাকি দলগুলো বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় তাদের না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’— বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সারাবাংলা/জিএস/এনএস

প্রধান নির্বাচন কমিশনা সিইসি কাজী হাবিবুল আউয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর