অক্টোবরে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র
১ আগস্ট ২০২৩ ১৩:১৬ | আপডেট: ১ আগস্ট ২০২৩ ১৬:০৭
ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক (প্রি অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসেন পিটার হাস। পরে প্রধান নির্বাচন কমিশনারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পিটার হাস বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল (প্রি অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে। যাদের নির্বাচন পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে।’
কারা আসবেন সে বিষয়ে তিনি বলেন, ‘প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট, ন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা যারা নির্বাচন সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন।’
পিটার হাস বলেন, ‘বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্র রয়েছে যুক্তরাষ্ট্রের, তারা যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারে, যেন জনগণ তাদেন প্রতিনিধি বাছাই করতে পারে।’
তবে পর্যবেক্ষক দল বাংলাদেশে কতদিন থাকবেন সেই সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি।
হিরো আলমের ওপর হামলার প্রতিবাদে কূটনৈদিকেদর দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন কি না, জানতে চাইলে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যেকোনো মানবিক সংঘাতের বিরুদ্ধে অবস্থান করে। এটাই যুক্তরাষ্ট্রের নীতি। এতে ভিয়েনা কনভেনশ লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করি না।’
সারাবাংলা/জিএস/ইআ