Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক দ্বিগুণ, বন্দরে খালাস হচ্ছে না হাজার টন জিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১০:২১ | আপডেট: ১ আগস্ট ২০২৩ ১৩:৪৯

দিনাজপুর: ভারত থেকে আমদানি করা জিরার শুল্কায়ন দ্বিগুণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে টানা ৬ দিন ধরে জিরা খালাস বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরে। এতে খালাসের অপেক্ষায় ১ হাজার মেট্রিক টন জিরা বন্দরে  পড়ে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অল্প সময়ে আমদানি ও সহজে বাজারজাত করার সুবিধা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করে আসছে ব্যবসায়ীরা। প্রথমদিকে প্রতিটনে ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস করলেও এখন তা করতে হবে দ্বিগুণে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০০ মার্কিন ডলারে। এতে ২৫ টন জিরা আমদানিতে ৩০ লাখের বিপরীতে গুণতে ৬০ লাখ টাকা।

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেলো তিন সপ্তাহে ভারতীয় ৯৬ ট্রাকে ২ হাজার ৩০০ মেট্রিক টন জিরা আমদানি হয়েছে। এর মধ্যে বন্দরে খালাসের অপেক্ষায় ভারতীয় ৩৫ ট্রাকে প্রায় ১ হাজার মেট্রিক টন জিরা রয়েছে।

আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, ‘পুরোনো এলসির আমদানি করা জিরা পূর্বের শুল্কায়ন মূল্যে ছাড়করণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে ব্যবসায়ীরা লোকসানে পড়বে। এছাড়াও বেশি শুল্কায়ন করলে বাজারে দামে প্রভাব পড়বে।’

জানতে চাইলে হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘যেহেতু আমদানি করা জিরাগুলো আগের দামে এলসি রয়েছে, সেখানে নতুন নিয়মে খালাস করলে ব্যবসায়ীরা বড় লোকশানে পড়বে। তাই আগের নিয়মে ছাড় করনের জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।‘

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘বন্দর দিয়ে জিরা আমদানি স্বাভাবিক রয়েছে। খালাস না করা জিরাগুলো বন্দরে রাখা হয়েছে। খালাস না করার বিষয়ে আমাদের কিছু নেই।’

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের উপকমিশনার বায়োজিদ হোসেন জানান, চলমান বাজার দর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়নের পরিবর্তে ৩৫০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে আমাদের কিছু করার নেই। ব্যবসায়ীদের নতুন নিয়মেই জিরা খালাস করতে হবে।

সারাবাংলা/এসবি/এমও

জিরা শুল্ক হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর