Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি একটি খুনির দল: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ২১:২২

রংপুর: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গত ক’দিন থেকে বিএনপি যেসব কর্মকাণ্ড করেছে এতে পরিষ্কার বোঝা যায় যে, বিএনপি একটি খুনির দল। তাই বিএনপি যদি আন্দোলনের নামে আগের মতো জ্বালাও-পোড়াও শুরু করে তাদের চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পূর্বের অবস্থায় স্বরূপে ফিরতে চাইলে, আগামী দ্বাদশ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে।’

প্রধানমন্ত্রীর রংপুর সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বুধবার (২ আগস্ট) রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা রংপুরে আসছেন। সেজন্য রংপুর বিভাগের মানুষের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ কাজ করছে। সেই জনসমাবেশে মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষের মানুষে ভরে যাবে।’

তিনি বলেন, ‘উত্তর জনপদের রংপুরে বিশাল জনসভা হবে। সেখানে সফল রাষ্ট্রনায়ক আমাদের জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয় বাংলা স্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তুত।’

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএইচএস/পিটিএম

নানক রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর