Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৯:০৭

বায়তুল মুকাররম [ফাইল ছবি]

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি পাচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু দলটি ইতোমধ্যে সমাবেশের প্রচারপত্র বিলিসহ যাবতীয় কার্যক্রম শেষ করে ফেলেছে বলে জানা গেছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় দলটি। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় আগামীকাল (মঙ্গলবার) কোনো সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন

গত ২৫ জুলাই সকালে ই-মেইলে চিঠি পাঠিয়ে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত। ওইদিন বিকেলে ফের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়ে আসে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধি দল ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সমাবেশ কর্মসূচির অনুমতির ব্যাপারে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি। সোমবার বিকেল ৪টা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে ‘না’ জানিয়েছে ডিএমপি।

সোমবার বিকেলে ফোন করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় জামায়াত সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় তাদের অনুমতি দেওয়া হবে না।’

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অনুমতি জামায়াত ইসলামী বাংলাদেশ টপ নিউজ সমাবেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর