Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৬:০৩

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে সংস্কারের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে সজিব শেখ মহাসড়কে সংস্কারের কাজ করছিল। এমন সময় দ্রুত গতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন সজিব। খবর পেয়ে ফকিরহাট মডেল খানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনইউ

ট্রাকের ধাক্কা নিহত বাগেরহাট শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর