Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৩:৪৭

ঠাকুরগাঁও: রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালির আয়োজন ঠাকুরগাঁও পৌরসভা।

সোমবার (৩১ জুলাই) সকালে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী, সুদাম সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়াল, পৌর সংসদের সভাপতি জি এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ অনেকে।

র‌্যালি শেষে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমণ উপলক্ষে এই আনন্দ র‌্যালির মধ্য দিয়ে জনসভা সফল করার লক্ষ্যে আমরা সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। জনসভা সফল করার লক্ষ্যে আমাদের যা কিছু প্রয়োজন আমরা সবকিছুই করব।’

সারাবাংলা/এমও

আনন্দ র‌্যালি প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর