Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা জ্বালাও-পোড়াও করার পক্ষে নই: প্রিন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৯:১২ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ২০:৫৭

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনোই সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। সুষ্ঠু নির্বাচন করতে হলে তদারক সরকারের অধীনে করতে হবে। আর সে জন্য সব বিরোধীদল আন্দোলনে রাজপথে রয়েছে। একই দাবিতে আমরাও রাজপথে আছি। গণ আন্দোলন গণসংগ্রাম করে এ সরকারকে হটাতে হবে। এ জন্য প্রয়োজনে রাজপথে আমাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ঐক্য গড়ে উঠবে।

বিজ্ঞাপন

রোববার (৩০ জুলাই) পুরানা প্লটন মোড়ে বিরোধী রাজনৈতিক দলসমূহের ওপর হামলা নির্যাতন বন্ধ কর ও নির্বাচন ব্যবস্থা আমূল পরিবর্তন এবং সরকারের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এ সব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মাকর্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা। বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট লীগের নেতা ইকবাল কবির জাহিদ, বাসদ সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার সবার আছে। তবে ধ্বংসাত্মক জ্বালাও- পোড়াও করার পক্ষে আমরা নই। তারপরও সরকার যদি সেই দিকে বিরোধীদলসমূহকে দাবিত করে তার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এবং বিরোধীদলসমূহের আন্দোলন ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য ফলমূল এবং ডিবি অফিসে খাবার দাবারের অনুষ্ঠান করেছে। বাংলাদেশের জণগণ এ নাটক মেনে নেবে না।’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এখন লুটপাটের স্বর্গরাজ্য করেছে। আমরা বাম গণতান্ত্রিক জোট আগস্ট মাসে জেলা-উপজেলায় এবং বিভাগীয় শহরে সভা-সমাবেশ করব। সেপ্টেম্বরে গণজাগরণ সৃষ্টির পর ঢাকায় মহাসমাবেশ করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

প্রিন্স সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর