Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৫:৫৩

জয়পুরহাট: দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর শহর ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের যেকোনো নৈরাজ্য কঠোর হাতে প্রতিরোধ করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহাসহ অনেকে।

সারাবাংলা/এমও

জয়পুরহাট মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর