Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৩:২০

ঢাকা: ঢাকায় সফররত নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩০ জুলাই) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুর সাড়ে বারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আন্তর্জাতিক এই দলটি গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ সফরে এসেছে।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের প্রতিনিধিরা রয়েছেন। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে, আয়ারল্যান্ডের ইউরোপিয় ইউনিয়নের রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী পার্ক চুং চাং, জাপান থেকে সমাজকর্মী ইউসুকী সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন রয়েছেন।

প্রতিনিধি দলটি গতকাল (২৯ জুলাই) নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশ নেয়। রোববার (৩০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে দলটির।

এর বাইরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর