নরসিংদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১২:৩৩
৩০ জুলাই ২০২৩ ১২:৩৩
নরসিংদী: দিন যতই যাচ্ছে নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
এর মধ্যে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন এবং সদর হাসপাতালে আছে ২৮ জন। এছাড়া ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ৮ জন রোগী।
সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এই জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৭ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা মাহামুদু্ল কবীর বাশার জানান, জেলায় ডেঙ্গু রোগী বাড়ছে। এই অবস্থায় চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির বিকল্প নেই।
সারাবাংলা/এমও