চট্টগ্রামে উপনির্বাচনে চলছে ভোট
৩০ জুলাই ২০২৩ ০৯:৫৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৩:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
রোববার (৩০ জুলাই) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০টি ভোট পড়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হুদা সারাবাংলাকে বলেন, ‘এ কেন্দ্রে মোট ২ হাজার ৩১৯টি ভোট রয়েছে। বুথ রয়েছে ছয়টি। এখানে সব পুরুষ ভোটার। ভোটারদের উপস্থিতি মোটামুটি।’
সকাল ৮টা ১৫ মিনিটে এই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষের লাইন দেখেই বোঝা যাচ্ছে ভোটারদের উপস্থিতি আছে। আগের যেসব নির্বাচন সেসবের পরিসংখ্যানে খতিয়ে দেখলে আমাদের নিশ্চিত বিজয় হবে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা আমি কখনও আশংকা প্রকাশ করিনি। ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে। জাতীয় নির্বাচন বা ভোটের দিকে মানুষ যে ধাবিত হয়েছে সেটা জামায়াত শিবির থামাতে চায়। বিভিন্নভাবে অরাজকতা করে। ভোটাররা যে নির্বাচনমুখী হয়েছে সেটা তারা অনাচার করে থামাতে চাই। আমরা ভোটারদের কাছে আবেদন নিবেদন করছি যাতে সবাই আসে।’
চন্দনাইশ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খায়ের ভোট দিতে এসেছিলেন এই কেন্দ্রে। তিনি সারাবাংলাকে বলেন, ‘ভোট দিতে এসেছি একদম সকালে। সকালে একটু ভিড় কম হয়। তাই সকালে এসে ভোট দিয়ে দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।’
এর পাশেই টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দাইমুল্লাহ সারোয়ার সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২২৭ জন। এখন পর্যন্ত ৯৩টি ভোট পড়েছে।’
চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।
গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়।
রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘এখানে ১৫৬টি ভোটকেন্দ্রের ২০১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগ আসেনি। ইতিমধ্যে আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সব কেন্দ্রেই ভোটাররা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে।’
সারাবাংলা/আইসি/এমও