Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খাবার ও ফুল ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ২২:৫০

ঢাকা: মার্কিন ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য বিএনপির আটক নেতাদের কাছে খাবার ও ফুল পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ জুলাই) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে আটক করার পর, হেনস্তা করার পর পরবর্তী উনাদের কাছে ফুল পাঠানো হচ্ছে, পুলিশে অফিসে নিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন?— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেকে বলছেন যে এটা নাকি ভিসানীতির একটা পরিণতি। আসলে নিজেদের রক্ষা করার জন্য, নিজেদেরকে নিরাপরাধ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছে।’

তিনি বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি এন্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি সারা জীবন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করেছে, বড় হয়েছেন। আমান উল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না তিনি তার রাজনীতির প্রতি, দলের প্রতি, তার দেশের মানুষের প্রতি কোনো ঘাটতি আছে। কারণ, তিনি নব্বইয়ে গণঅভ্যুত্থানে অন্যতম নায়ক ছিলেন এবং তিনি যে একজন জনপ্রিয় নেতা, সেটা প্রমাণ করেছেন পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে।’

‘এই বিষয়গুলো মানুষ নেয় না ভাই। এগুলো সরকারের নাটক। মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে, নিজেদের রক্ষার জন্য তারা এসব নাটক সাজিয়েছে। এর আগেও এসব ঘটনা ঘটিয়েছে। সুতরাং এই জিনিসগুলো নেতা-কর্মী ও জনগণ গুরুত্বই দেয় না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এর আগেও তো অনেক লোককে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে। আমাকে, মির্জা আব্বাসকে ডিসেম্বরে নিয়ে গিয়েছিল, আমাদের প্রায় সাড়ে চার শ’ নেতা-কর্মীকে গ্রেফতার করেছিল, তখন তো সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয়নি, ফুলও পাঠানো হয়নি, ফলও পাঠানো হয় নাই। এখন পাঠানো হচ্ছে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তাইফুল ইসলাম টিপু, কাজী রওনকুল ইসলাম টিপ, শাম্মি আক্তার ও আনিসুর রহমান তালুকদার খোকনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমও

ভিসা নীতি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর