Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি নেতাদের ওপর হামলায় সরকারের নৈতিক পরাজয় ঘটেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ২২:১১ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ২২:৪২

ঢাকা: বিএনপি শীর্ষ নেতাদের ওপর হামলায় সরকারের নৈতিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (২৯ জুলাই) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেশামাল হয়ে পরছে। বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাধাতে চায়। এটা ক্ষমতাসীনদের জন্য নৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে, সেটা তারা বুঝতে পারছে না।’

তিনি বলেন, ‘বিদ্যমান জাতীয় সঙ্কট নিরসনে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ যেভাবে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তাতে সরকারের পতনই হবে একমাত্র পরিণতি।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, এডভোকেট এম হাসিবুল ইসলাম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

নৈতিক পরাজয় বিএনপি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর