এজেন্সির লোকেরা গাড়িতে আগুন দিয়েছে: মির্জা ফখরুল
২৯ জুলাই ২০২৩ ২১:৪৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১২:০৫
ঢাকা: এজেন্সির লোকেরা পুলিশের সামনে গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ জুলাই) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এর আগে, এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ এবং উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ ভার্চুয়ালি বৈঠক হয়।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, মাতুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। অথচ সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে, পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে চলে গেছে। কারা এটা করতে পারে, তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘এই আগুনের ঘটনা সরকারি লোকেরা, এজেন্সির লোকেরা, এমনকি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটিয়ে পরিকল্পিতভাবে ভিডিও করে মোটরসাইকেল নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেছে। অগ্নিদগ্ধ গাড়ির চালকও একই কথা বলেছেন, যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছে। সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট যে, পরিকল্পিত প্লট তৈরি করা, একটা নাটক তৈরি করার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অবৈধ সরকারের পদত্যাগ, অনির্বাচিত জাতীয় সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপিসহ দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের নামিয়ে তাণ্ডব চালিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ওদের নির্মম আক্রোশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অসংখ্য নেতা-কর্মীকে আহত ও অগণিত নেতা-কর্মীকে নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতালোভী এই সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নয়। এই সরকার আজ শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তাইফুল ইসলাম টিপু, শফিকুল ইসলাম মিল্টন ও আনিসুর রহমান তালুকদার খোকনসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/এমও