Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ২০:৪০

রংপুর: ধ্বংসাত্বক রাজনীতির কারণে বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে কঠোর হুঁশিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (২৯ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে আরডিআরএসএ গেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘বিএনপি খুনি ও সন্ত্রাসী দল। বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয় তখন আতঙ্কে থাকেন দেশের মানুষসহ আওয়ামী লীগ। তারা ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাসে মেতেছেন। জ্বালাও-পোড়াও শুরু করেছে। আবারও বাস, পুলিশ, বিজিবি ও সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে গণতন্ত্র হরণ করার চেষ্টা করছে।’

রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপরে হামলা চালিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২ দলই সিদ্ধান্তে অনড় থাকলে দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নে নানক বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবিধানিকভাবে। বিএনপি যে দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তা অযৌক্তিক।’

এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রোজী রহমান, মোতাহার হোসেন মাওলা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, অ্যাডভোকেট আনারুল ইসলাম, মহনাগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

নানক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর