Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার সারাদেশে বিএনপির জনসভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১৯:৪৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ২১:০৮

ঢাকা: আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশে মহানগর ও জেলা সদরে জনসভা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ এবং উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ ভার্চুয়ালি বৈঠক হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু ৩১ জুলাই সোমবার সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামী কালই আমরা প্রতিবাদের দিন হিসাবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামী কাল সারকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মত একইদিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ পুলিশ বিএনপি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর