Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১৭:০১ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৮:০৯

ঢাকা: অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তার অফিসে পৌঁছে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৯জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে তার নয়াপল্টনের অফিসে পৌঁছে দেওয়া হয়।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেঁটে রক্তাক্ত হয়ে পড়েছিলাম। মাটিতে পড়ে যাওয়ার পর আমার কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে পুলিশ। সেখান থেকে আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান এখন থেকে অফিসে দিয়ে গেল।’

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিততে পূর্বঘোষিত ‘ঢাকার প্রবেশ মুখে অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) দুপুরে নয়াবাজার এলাকায় অবস্থান করতে গেলে বিএনপি-পুলিশের সংঘর্ষের মধ্যে পড়েন গয়েশ্বর চন্দ্র রায়। উভয় দিক থেকে ইট-পাটকেল ছোড়াছুড়ির এক পর্যায়ে ইটের টুকরা এসে গয়েশ্বর চন্দ্র রায়ের কানের উপরে লাগে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন বিএনপির এই বর্ষীয়ান নেতা।

সারাবাংলা/এজেড/একে

অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ টপ নিউজ পুলিশ বিএনপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর