Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অজ্ঞাত যু‌ব‌কের মর‌দেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১৬:৫২

টাঙ্গাইল: জেলার ভুঞাপুর উপজেলায় রেল ব্রি‌জের নিচ থে‌কে অজ্ঞাত এক যুব‌কের (২২) মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার (২৯ জুলাই) দুপুরে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপ‌জেলার আমুলা বি‌লের রেল ব্রিজের নিচ থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ক‌য়েকদিন আগে হয়ত ওই অজ্ঞাত যুব‌ককে হত‌্যা ক‌রে নি‌রি‌বি‌লি স্থান হি‌সে‌বে আমুলা বি‌লের রেল‌ ব্রিজের নি‌চে মর‌দেহ ফে‌লে রে‌খে গে‌ছে। ওই যুব‌কের মাথায় আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম জানান, পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে। মর‌দেহ প‌ঁচে গে‌ছে। তার শরী‌রে কোনো আঘা‌তের চিহ্ন নেই। মর‌দেহ ময়না তদ‌ন্তের জন‌্য টাঙ্গাইলে পাঠানো হ‌বে। ময়নাতদন্ত প্রতি‌বেদন পে‌লেই ঘটনার মূল রহস‌্য জানা যাবে।

সারাবাংলা/এমএস/এনএস

ভুঞাপুর উপজেলা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর