Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর দেওয়া ফল-জুস পেয়ে ধন্যবাদ জানালেন আমানউল্লাহ আমান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১৬:১১ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৮:১৭

ঢাকা: রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিউট ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জন্য ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের নির্দশন প্রকাশ করার প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির এই নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) অসুস্থ আমানকে দেখতে হাসপাতালে যান। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস তুলে দেন এপিএস-২।

বিজ্ঞাপন

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এ সব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুব্যবস্থা করে দেবেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ‘ঢাকা প্রবেশ মুখে’ অবস্থান কর্মসূচি পালনকালে গাবতলীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত হন আমান উল্লাহ আমান। সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এনে ভর্তি করা হয়েছে।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ ঢাকার প্রবেশ মুখে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কাউকেই রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশি অনুমতি না পাওয়া সত্বেও ঢাকার পাঁচটি প্রবেশমুখে অবস্থানের ব্যাপারে অনড় থাকে বিএনপি।

সারাবাংলা/একে

আমানউল্লাহ বিএনপি হাসপাতাল

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর