Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেকের লাফালাফিতে ক্ষমতার সিংহাসন পাবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ২২:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ২২:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, তারেক জিয়ার লাফালাফিতে কাজ হবে না। ক্ষমতায় ময়ূর সিংহাসন বহু দূরে চলে গেছে। ওইটা খুঁজে পাবেন না। আজকে সারা ঢাকার অর্ধেক শেখ হাসিনার তরুণ কর্মীদের নিয়ন্ত্রণে। তাকে গণভবন থেকে হঠাবেন, এতো সোজা? আমরা চেয়ে চেয়ে ললিপপ খাবো।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দলটির তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের হত্যা সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিএনপি এক দফা দাবির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এক দফা নয়া পল্টনের কাঁদাপানিতে আটকে গেছে? তারেক রহমান লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছেন, আর এখানে ফখরুল ও আমির খসরুরা লাফালাফি করছে। বাংলাদেশে নাকি জাতিসংঘ নির্বাচন তত্ত্বাবধায়ন করবে।’

বিএনপির আমির খসরু মাহমুদের উদ্দেশে তিনি বলেন, ‘গণভবন তোমার বাবার। গণভবন নাকি ছেড়ে দিতে হবে। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেই। তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না।’

‘হায়রে ক্ষমতার ময়ূর সিংহাসন? লাফালাফি করছে? কোথায় ক্ষমতা? এক দফা খাদে পড়ে গেছে। এই এক দফা কোনোদিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না’— বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তারেক রহমান লন্ডনে বসে ভিডিওতে নির্দেশের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান বলছে ফখরুলকে আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান তোমার বাবা দম্ভ করে বলেছিল মানি ইজ নো দ্য প্রবেলম। কোথায় আজ তোমার বাবা? ক্ষমতা কোথায় গেল? তুমি তো ক্ষমতা এখনো দেখনি। রঙিন চমশার ফাঁক দিয়ে দুনিয়াটাকে রঙিন দেখায়? কিন্তু ফুলের ভিতরেও সাপ থাকে। ফুলের ভিতরেও বিষধর সাপ আছে বাংলাদেশে। তারেক এতো টাকা পেল কোথায়?’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা খাওয়ায়। লবি নিয়োগ করে কয়েকজনকে দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে? এই দুঃসাহস তারা পেল কোথায়?’

‘হাজার হাজার কোটি পাচার করেছে তারেক। সিঙ্গাপুরে ধরা পড়েছে। এফবিআই এসে সাক্ষী দিয়েছে। বাংলাদেশে আর রাজনীতি করবেন না, আট বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই তারেক রহমান এখন মির্জা ফখরুলের নেতা। এই নেতা মানে কেউ?’ অর্থ পাচারকারী চোরকে কেউ মানে বলেও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

খেলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যত লাফালাফি, যত তাফালিং করেন? ফখরুল সাহেব তারেক জিয়ার এই লাফালাফিতে কাজ হবে না। যতই তাফালিং করেন ক্ষমতায় ময়ূর সিংহাসন বহু দূরে চলে গেছে। ওইটা খুঁজে পাবেন না। লাফালাফি করবেন না। রাজনীতির খেলায়, আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি। রাজনীতির খেলায় আওয়ামী লীগ হচ্ছে চ্যাম্পিয়ন। আন্দোলন করে হারানো যাবে না।’

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, নির্বাচনে তো আপনারা আসবেন না। নমিনেশন বাণিজ্য ঠিকই চলছে? লন্ডনের যাত্রী ডেইলি বাড়ছে। ফখরুলকে বলে আন্দোলনে টাকার অভাব হবে না। শুনতে শুনতে ফখরুল মঞ্চ ভেঙে পড়ে গেছেন। আসলে তারেক জিয়ার ধমক খেতে খেতে বেচারার অবস্থা কাহিল। ওই ধমকে মঞ্চ ভেঙে নেতারা পড়ে গেছে।’

‘বিএনপির নেতারা ধমক দিচ্ছেন? চোখ রাঙাচ্ছে? এই চোখ রাঙানির দিন শেষ হয়ে গেছে। আজকে এসে দেখুন, সারা ঢাকার অর্ধেক ঢাকা শেখ হাসিনার তরুণ কর্মীদের নিয়ন্ত্রণে। তাকে গণভবন থেকে হঠাবেন, এতো সোজা? আমরা চেয়ে চেয়ে ললিপপ খাবো।’

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শাজাহান খান, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম।

আয়োজক সংগঠনের পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বক্তব্য দেন। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এছাড়া ২০০১ সালের নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া সেই ১৪ বছরের পূর্ণিমা রাণী শীল তার ঘটনার স্মৃতিচারণ করে বিএনপি-জামায়াতকে ধিক্কার জানিয়ে বক্তব্য দেন। সম্প্রতি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে নড়াইলে নিহত যুবলীগ নেতা আজাদ শেখের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য দেন তার ছোট ভাই।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ বিএনপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর