মনোনয়ন প্রত্যাশীদের এক হাত নিলেন ওবায়দুল কাদের
২৮ জুলাই ২০২৩ ২০:৫৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ২২:২৯
ঢাকা: সমাবেশ মঞ্চে অযাচিত নেতাদের ভিড়সহ আগামী নির্বাচনে মুখ চেনা মনোনয়ন প্রত্যাশীদের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে নমিনেশনের চেহারাগুলো চিনি। এখানে নমিনেশন নাই। এলাকায় যান মানুষের সঙ্গে মেশেন। মানুষ ভাল বললে, রিপোর্ট ভাল আসলে নেত্রী বিবেচনা করবেন। সবাই স্টেজে উঠে যাবেন, এটা কোনো কথা? মঞ্চে উঠার সুযোগ পাইছেন আর নেতা হয়ে যাবেন একদিনে, এটা তো হবে না।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দলটির তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের হত্যা সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘সবাই মঞ্চে উঠবেন না। শৃঙ্খলা রাখবেন। আমরা ক্ষমতাসীন দল। আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। সবাই স্টেজে উঠে যাবেন… এটা কোনো কথা? আওয়ামী লীগের মঞ্চে শেখ হাসিনা একাই থাকেন। সবাই একটা সুযোগ পাইছেন নেতা হয়ে যাবেন একদিনে। এটা তো হবে না। মঞ্চে নেতা সেজে পরে আমাকে জ্বালাতন করবেন। যুবলীগে ঢুকান, ছাত্রলীগে ঢুকান, যুব মহিলা লীগে ঢুকান, মহিলা লীগে ঢুকান, স্বেচ্ছাসেবক লীগে ঢুকান- এই জ্বালাতনে মরে যাচ্ছি।’
‘এখন এই চেহারাগুলো দেখাচ্ছে। আবার কিছু অপেক্ষা করছে আগামী নির্বাচনে নমিনেশন চায়। এখানে নমিনেশনের চেহারাগুলো আমি চিনি। এখানে নমিনেশন নাই। এলাকায় যান মানুষের সঙ্গে মেশেন। মানুষ ভাল বললে, রিপোর্ট ভাল আসলে নেত্রী বিবেচনা করবেন। শেখ হাসিনার নমিনেশন ঢাকায় নাই। এই নমিনেশন যার যার এলাকায়।’
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শাজাহান খান, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম।
আয়োজক সংগঠনের পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বক্তব্য দেন। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এছাড়া ২০০১ সালের নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া সেই ১৪ বছরের পূর্ণিমা রাণী শীল তার ঘটনার স্মৃতিচারণ করে বিএনপি-জামায়াতকে ধিক্কার জানিয়ে দেন। সম্প্রতি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে নড়াইলে নিহত যুবলীগ নেতা আজাদ শেখের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য দেন তার ছোট ভাই।
সারাবাংলা/এনআর/এনএস