ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি
২৮ জুলাই ২০২৩ ১৮:৩৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৯:০৪
ঢাকা: সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) ঢাকা গুরুত্বপূর্ণ প্রবেশপথ গুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল ছুটির দিন। আশুরা আছে। সেটা আগেই শেষ হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করব। এ ব্যাপারে প্রশাসন এবং সরকার সব রকম সহযোগিতা করবে বলে আমরা আশা করি।’
কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। আরও কষ্ট করতে হবে। আরও পরিশ্রম করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঘরে ফেরা যাবে না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে মহাসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে