Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিটি বাতিলের হুমকি দিয়ে ব্যানার নামানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৯:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ চলছে। তবে সমাবেশে ব্যানারের কারণে নেতাকর্মীদের ঠিক মতো দেখা যাচ্ছে না মঞ্চ থেকে। তাই ব্যানার নামানোর জন্য বারবার বলার পরেও কাজ না হলে মঞ্চ থেকে কমিটি বাতিলের হুমকি দেন নেতারা।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। তবে সমাবেশো ব্যানার হাতে আসছেন নেতাকর্মীরা। ব্যানার হাতেই চলে যান সমাবেশ মঞ্চের সামনে। মঞ্চ থেকে বারবার ব্যানার নামানোর অনুরোধ করেন নেতারা। কিন্তু অনেকেই এটি পাত্তা দেননি।পরে নাম ধরে ডেকে ডেকে ব্যানার নামানোর অনুরোধ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কয়েকটি নামানো হলেও অনেকেই ব্যানার হাতেই দাঁড়িয়ে থাকেন।

বিজ্ঞাপন

পরে মঞ্চ থেকে জানানো হয়, আপনারা ব্যানার নামিয়ে ফেলুন। নেতাকর্মীদের দেখা যাচ্ছে না। এরপরও না বিষয়টি ভ্রুক্ষেপ না করায় জানানো হয়, ব্যানার না নামানো হলে, সন্ধ্যার পর কমিটি বাতিল করা হবে। তবে এ হুমকিতেও কাজ হয়নি। ব্যানার হাতেই অনেকে মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পরে আবারও বক্তব্য দেন নেতাকর্মীরা। আবারও ক্ষিপ্ত হয়ে ব্যানার নামাতে বলেন মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বক্তব্য দিতে এসে মঞ্চে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনারা দলকে কেউ ভালোবাসেন না, ব্যানারকে বেশি ভালোবাসেন। দলকে ভালোবাসলে ব্যানার নামিয়ে ফেলতেন।’

বিজ্ঞাপন

সমাবেশে থেকে সবাইকে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানান নেতারা।

সারাবাংলা/এআই/এনএস

আওয়ামী লীগ নেতাকর্মী ব্যানার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর