দোকানের বারান্দায় নৈশপ্রহরী, আমবাগানে অজ্ঞাত নারীর মরদেহ
২৮ জুলাই ২০২৩ ১৭:১৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৭:১৯
দিনাজপুর: বিরল উপজেলায় একটি দোকানের বারান্দা থেকে নৈশপ্রহরীর গলা কাটা ও ঘোড়াঘাট উপজেলার একটি আম বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
সকালে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ভদ্রকালী বাজারে একটি দোকানের বারান্দায় নৈশপ্রহরী কৃষ্ণ কান্ত রায়ের (৬৫) গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহত কৃষ্ণ কান্ত ওই এলাকার বাসিন্দা। তিনি ৩ বছর ধরে ওই বাজারের নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘নৈশ্যপ্রহরীকে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।’
অন্যদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘অজ্ঞাত নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ক্রাইম সিন ইউনিট এ ঘটনায় কাজ করছে।’
সারাবাংলা/এমও