Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের নতুন নেতৃত্বের জন্য অপেক্ষা বাড়ল


১২ মে ২০১৮ ১৫:৫৫ | আপডেট: ১২ মে ২০১৮ ১৭:০০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত হয়ে থাকলেও এবারের ২৯ তম সম্মেলনের সেটি হচ্ছে না। ছাত্রলীগের নতুন নেতৃত্ব পেতে আরও অপেক্ষা বাড়ল।

শনিবার (১২ মে) বিকেলে রাজধানীর আইইবিতে কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় সেশনে গণভবন থেকে ফিরে এক ঘোষণায় এই ইঙ্গিত দিয়েছেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এর আগে প্রথম সেশনে দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগও নতুন নেতৃত্ব গঠনে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছিলেন।

এরপর দ্বিতীয় অধিবেশনের শেষ সেশনে এস এম জাকির হোসাইন বলেন, ‘নতুন নেতৃত্ব যত দ্রুত সম্ভব আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দেবেন। দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের একমাত্র অভিভাবক আস্থার ঠিকানা, তার উপর আমাদের সবার শতভাগ আস্থা বিশ্বাস রয়েছে।’

‘নতুন নেতৃত্বের নির্বাচনে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবে ছাত্রলীগ। দু’ একদিনের মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নতুন কমিটি উপহার দেবেন। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। সেই সিদ্ধানন্ত আমরা আপনাদের জানিয়ে দেবো। হয়তো বা দুই একদিন দেরী হতে পারে।’

অধিবেশনে সভাপতির বক্তব্যেও একই সিদ্ধান্তের কথা জানান বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ। এরপর তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ সফলভাবে হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে  আনন্দ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি আইইবি থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় রোববার ঢাকা মহানগরীর সকল ইউনিটে সরকার প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী সোমবার দেশের সকল সাংগঠনিক ইউনিটেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

শনিবার (১২ মে) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন। এতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একমাত্র অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, দ্বিতীয় অধিবেশন আমরা সেভাবেই পরিচালনা করবো। প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন এবং শেষ নির্দেশনা পাওয়া মাত্রই আপনাদের মাঝে সবকিছু ঘোষণা করবো। সে জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।’ তার এই বক্তব্যের পর দুপুরের খাবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন উদ্বোধনের পর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আওয়ামী লীগের নেতারা। সেখানে এবার আর সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত হবে না, ছাত্রলীগের শীর্ষ নেতাদের অনুরোধে নেতা বাছাই করে দেবেন জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের নেতৃত্বের বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ২৯ বছর। গতরাতে গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে বৈঠক।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর রাখা বক্তব্যে শীর্ষ নেতদের বয়স অনূর্ধ্ব ২৮ করার প্রস্তাবটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন আওয়ামী লীগের নেতারা।

বিজ্ঞাপন

তারা বলেন, ২৮ বছর বয়সসীমার কারণে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়তে পারে। নেতাদের অনুরোধের পর বয়স বাড়ান প্রধানমন্ত্রী। বলেন, বয়স বাড়ানো যেতে পারে তবে তা হতে হবে একেবারে ২৯-এর মধ্যে। এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নেত্রী বলেছেন বয়স হবে ২৮ বছর ৩৬৪ দিন। এক দিন কম থাকতে হবে। মোটকথা ২৯ বছর ছোঁয়া যাবে না।

সারাবাংলা/এনআর/এমআইএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আরও পড়ুন..

সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে শেখ হাসিনার আহ্বান

আদর্শহীন রাজনীতি কোনো রাজনীতি নয়: শেখ হাসিনা

কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি বরদাশত করবো না : প্রধানমন্ত্রী

‘বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে’

ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের

স্যাটেলাইট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

সিন্ডিকেটের বৃত্ত থেকে নতুন মডেলে ফেরার সম্মেলন

ছাত্রলীগের সম্মেলন: নিরাপত্তায় মোড়ানো সোহরাওয়ার্দী

প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই ছাত্রলীগের নেতৃত্ব: সোহাগ

ছাত্রলীগের সম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে নেতাকর্মীদের ভিড়

ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের

২৯ তম সম্মেলন ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর