Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচি

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৩:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৪:৫৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে সচিবালয়, নির্বাচন কমিশনসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ ঘেরাও বা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শুক্রবার (২৮ জুলাই) বিএনপিসহ আন্দোলনরত শরিকদলগুলোর মহাসমাবেশ থেকে এসব কর্মসূচি আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী রোববার থেকে বিএনপিসহ যুগপৎ আন্দোলনরত শরিকদলগুলো রাজপথে সভা-সমাবেশ বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত আন্দোলনরত দলগুলো একটানা কর্মসূচি পালন করে যাবে।

বিজ্ঞাপন

এরমধ্যে ঢাকাকে অচল করে দিতে ‘চল চল ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তাদের।

বিপ্লবী ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সারাবাংলাকে বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিতসহ দেশ ও জাতির কল্যাণের জন্য এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন বেগবান হয়েছে। আমরা রাজপথে আছি। আগামী রোববার থেকে রাজপথ জনগণের দখলে থাকবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, রাষ্ট্রচিন্তার প্রতিষ্ঠাতা ও আইনজীবী হাসনাত কাইয়ুম সারাবাংলাকে বলেন, ‘আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে যাচ্ছি। আজকের মহাসমাবেশের পর আগামীকাল রোববার থেকে সভা সমাবেশ এবং শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটসহ নানাধরনের কর্মসূচি নিয়ে রাজপথে থাকছি। সরকার যদি আমাদের কর্মসূচিতে বাধা দেয় বা নির্যাতন করে তা হলে বড় ধরনের কর্মসূচি আসবে।’

তিনি আরও বলেন, ‘চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি চল চলো ঢাকায় চলো কর্মসূচিও আসতে পারে। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

কর্মসূচি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিএনপি সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর