Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি’র অভিযানে ১৮ দিনে ১ কোটি ৩৭ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ২২:১৭

ঢাকা: চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানে ১৮ দিনে ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

৮ জুলাই থেকে শুরু হওয়া এ অভিযানে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) পর্যন্ত ২০২ মামলায় এ জরিমানা আদায় হয়।

বৃহস্পতিবার ১৮তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১০টি মামলায় মোট পাঁচ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্তিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান।

এদিন ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন ৭ নং ওয়ার্ডের মিরপুর এলাকা, অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকা, এছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন কল্যাণপুর এলাকা, অঞ্চল-৫ এর আওতাধীন রায়ের বাজার এলাকা, অঞ্চল-৬ এর আওতাধীন উত্তরা এলাকা, অঞ্চল-০৯ এর আওতাধীন সাঈদনগর এলাকায় অভিযান চালানো হয়।

এছাড়াও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ডিএনসিসি’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করছেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা এবং বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন।

উল্লেখ্য, মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। টিমগুলো প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

জরিমানা ডিএনসিসি মশক নিধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর