‘পায়ে পাড়া দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে সরকার’
২৭ জুলাই ২০২৩ ১৬:০১ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৬:০২
ঢাকা: সরকার পায়ে পাড়া দিয়ে বিএনপির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গত দুই দিনে গ্রেফতার হওয়া দলের নেতা-কর্মী, সমর্থকদের সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটা বড় সমাবেশ হলে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করে। তারা দলীয় কার্যালয়ের সামনে আসে, কর্মসূচির খোঁজ-খবর নেয়, নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে, হাত মেলায়, কথা বলে- এটিতে তারা আনন্দিত ও গর্ব বোধ করে। জাতীয় পর্যায়ের নেতাদের তারা দেখে, তাদের সঙ্গে হ্যান্ডসেক করে, কথা বলে- এটাই তো স্বাভাবিক।’
‘কিন্তু আপনারা দেখেছেন, সরকার পায়ে পাড়া দিয়ে এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। কালকে আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে। হোটেলে হোটেলে তল্লাশি করছে। এরা (বিএনপির নেতা-কর্মী) কি বেআইনি লোক? এরা কি অপরাধী? এরা প্রত্যেকেই একেকজন জেলা পর্যায়ে বা অন্যান্য পর্যায়ের গণমান্য ব্যক্তি। অথচ আমাদের কার্যালয়ের আশপাশে যে হোটেলগুলোতে তারা উঠেছেন, সেখানে পুলিশ হানা দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, গ্রেফতার করছে। এটা কি কোনো গণতান্ত্রিক দেশ?’- প্রশ্ন রুহুল কবির রিজভীর।
সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় আটক ও গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নামের তালিকা তুলে ধরেন রুহুল কবির রিজভী।
আটক নেতা-কর্মীর নামের তালিকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দসুর রহমান গতকাল তার লালমাটিয়া বি-ব্লক এর বাস ভবন থেকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২৬ জুলাই ধানমন্ডির ৬নং রোডের একটি বাসা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এড. সফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, তানোড় পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রহমানসহ ৯জনকে পুলিশ গ্রেফতার করেছে।
রাজাশাহী জেলা পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, বড়গাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী আযম ও তার ছেলে ব্যারিস্টার মোন্তাহার আলীকে গতকাল রাতে তাদের তাদের বাসা থেকে অত্যন্ত নিমর্মভাবে বাড়িঘর ভাংচুর করে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য যে, গ্রেফাতারের সময় আশরাফ আলীর দুই পা ভেঙ্গে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি গ্রেফতারকৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঢাকা নবাবগঞ্জ থেকে কৈলাইল ইউনিয়ন বিএনপির নেতা আওলাদ মেম্বার, বাবুল আহম্মেদ, গালিমহর ইউনিয়ন বিএনপি নেতা বদিউজ্জামান বদুসহ আরও ৮ থেকে ১০জনকে গ্রেফতার করেছে।
ফরিদপুর জেলা, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম সুইট, মধুখালী পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রিমন আহমেদকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে।
গুলশান থানা বিএনপির আহবায়ক দ্বীন ইসলাম, যাত্রাবাড়ী থানা ৬৫নং ওয়ার্ড বিএনপির সদস্য নুরু মিয়া, ডেমরা থানা বিএনপি নেতা হাজী হযরত আলীর ছোট ছেলে হোসেন, কালাচাঁদপুর ব্যাবিলন গেষ্ট হাউস থেকে মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম পুতু, ধলঘাট ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. কাসেমকে পুলিশ গ্রেফতার করেছে।
যশোরের নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম আকতার কোরাইশি, অভয়নগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল বিশ^াস ও সদস্য সঞ্জয় সেন ঢাকায় আসার পথে বাবু বাজার ব্রিজ থেকে আজ ভোর ৬টায় বংশাল থানার পুলিশ গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মহাসমাবেশের প্রচার পোস্টার লাগানোর সময় ও ৫৬নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. মোসলেম উদ্দিন, খিলগাঁও থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাষ্টার, সবুজবাগ থানা শ্রমিকদলের সদস্য সচিব জসিম উদ্দিন, মুগদা থানা ৭নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব জলিল আহমেদ, যুগ্ম আহবায়ক ছগির আহমেদ ও কদমতলী থানা ৫৯নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, শ্র্যামপুর থানা ৪৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন, মো. খোকন এবং ৫৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মোকসেদ হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
মহাসমাবেশ উপলক্ষে প্রচারণার সময় উত্তর খান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নুরু, ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারজান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন গাজী ও সাধারণ সম্পাদক জামালকে পুলিশ গ্রেফতার করেছে।
আদাবর থানা ৩০নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সভাপতি মো. ইউসুফ মিয়া, সুনিবির হাউজিং ৪নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম বাবু, বিএনপি নেতা মোঃ আনাকুল, ২নং ইউনিট বিএনপির সদস্য মোঃ রহিজল ও আমান হাউজিং ইউনিট এর সিনিয়র সহ সভাপতি মোঃ মুসলিম, তুরাগ থানা ৫৪নং ওয়ার্ড এর সদস্য নাছির, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মেম্বার, সহ সভাপতি তাজুল ইসলাম তাজু ও ৪০নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ এবং বালুঘাট ইউনিট সভাপতি আলাউদ্দিন, বাড্ডা থানাধীন ৪১নং ওয়ার্ড বিএনপির সদস্য রবি, যুবদল নেতা মো. সুমন, ৪নং ইউনিট বিএনপির দপ্তর সম্পাদক মো. মনসুর আলী, ৭নং ইউনিট বিএনপির সদস্য আল আমিন, মজিবুর রহমান, হাসান, যুবদল নেতা মোঃ উজ্জল, কাফরুল থানা ৪নং ওয়ার্ড টিনসেড ইউনিট বিএনপির সভাপতি নজরুল ইসলাম লিটন, বিএনপির নেতা শহিদুল ইসলাম স্বপন, খিলক্ষেত থানা ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সমাজ, থানা বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম শরিফ, থানা যুবদল নেতা মো. হাসেমসহ খিলক্ষেত থানার অন্তর্গত ১০/১২জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
মিরপুর থানাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সদস্য ইয়াকুব আলী, আব্দুল জলিল ও ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আকরাম, ১১নং ওয়ার্ড বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. শহিদুল, সদস্য মো. দেলোয়ার মৃধা, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সোহেল পারভেজ, ঢাকা মহানগর উত্তর জাসাস এর যুগ্ম আহবায়ক ওমর ফারুখ, ৯৪নং ওয়ার্ড উত্তরপাড়া ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান, পূর্ব সেনপাড়াপ ইউনিট এর সাধরণ সম্পাদক মো. মেহেদী হাসান, ৯৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইদুল ইসলাম শাহীন, ইমতিয়াজ খান ফয়সাল, ওয়ার্ড যুবদল নেতা রাজন রাব্বিকে পুলিশ গ্রেফতার করেছে।
রূপনগর থানা বিএনপি নেতা মো. ফরিদ মিয়া, ইউনিট বিএনপির সভাপতি মো. লতিফ, ৯২নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হান্নান মিয়া ও ছাত্রদল নেতা মো. রূপক, ক্যান্টনমেন্ট থানা ১৫নং ওয়ার্ড বিএনপির নেতা মো. জাহিদ খান রনি, বারনটেক ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন, সহ সভাপতি অলিউল্লাহ ও নুরুন্নবী, উত্তরা পূর্ব থানার সাবেক সহ সভাপতি হেদায়েত আকবর বাদল, মোহাম্মদপুর থানা বিএনিপর যুগ্ম আহবায়ক জামাল হোসেন টয়েলকে পুলিশ গ্রেফতার করেছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিম ইফতেখার বনলসহ ৬জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
বগুড়া জেলাধীন শেরপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শাহবন্দেগী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফি কামাল, যুগ্ম আহবায়ক আজিবর, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ও সদস্য ডাক্তার আলমকে পুলিশ গ্রেফতার করেছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, মাধবদী থানা শ্রমিকদলের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, হাজিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সমির ভূঁইয়া, রহিম খন্দকার, ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল খন্দকার, শ্রমিকদলের আহবায়ক আবু সাঈদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক স্বপন ভূঁইয়া, সদস্য সবুজ মিয়া, মিন্টু মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজন ভূঁইয়া, নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মেম্বার, শিলমান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ মৃধা, পাঁচদোনা ইউনিয়ন যুবদল নেতা জহিরুল হক রাসেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নাজির ও মাধবদী পৌর ছাত্রদল নেতা রাইসুল, মনোহরদী উপজেলা নেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি অলিউর রহমান অলি, মুকুমদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বড়চাপা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন যুবদল নেতা মো. জনি, বেলাবো থানা আমলবো ইউনিয়ন যুবদল নেতা সেন্টু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
ফকিরাপুল থেকে ফেনী জেলা দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদল নেতা সরোয়ার পারভেজ, নজরুল ইসলাম (অনিক), মিজানুর রহমান, নুরজাহান গেষ্ট হাউস থেকে চকরিয়া উপজেলা কাকরা ইউনিয় যুবদলের সভাপতি রানা, বিএনপি নেতা সোয়াইবুল ইসলাম, মোঃ মুসা ও মানিককে পুলিশ গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ৭নং বিএনপির সভাপতি মো. শহিদুল্লাহকে রাত ৯টায়, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শহিদ সরকারকে গতকাল ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় সোনারগাঁও উদ্যোগগঞ্জ বাজার থেকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর ১নং ওয়ার্ড বিএনপি নেতা শাহ জালাল সরদারকে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক মো. সোলায়মান, উচিতপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. শাজাহান, মো. বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম মাস্টার, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. শাহজাহান , ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খন্দকার হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সেলিম চৌধুরী, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শহীদ সরকারকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রীন রোড গেষ্ট হাউস ফাহাদের সামনে থেকে জয়পুরহাট জেলা কৃষকদেলর সদস্য সচিব কাজী মুঞ্জুর মওলা পলাশ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান এলটকে পুলিশ গ্রেফতার করেছে।
চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলা বিএনপি নেতা শাহজান, জাহেদ, শওকত, সাইফুর ও আব্দুর নুরসহ কলাবাগান থানা পুলিশ কারওয়ান বাজারস্থ গ্র্যান্ড আমির গেষ্ট হাউস থেকে ৫জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রিদয়, ভৈরব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আংগুরকে স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করেছে।
২৬ জুলাই ২০২৩ রাত পৌনে ১১টায় লালমাটিয়া আড়ংয়ের পিছনের মাঠ থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরমান হোসেন ও টুকু খানকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
২৭ জুলাই ২০২৩ সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম আজিজ, ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন, সাবেক যুগ্ম সম্পাদক জিকরুল হাসান, বংশাল থানা ৩৪নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন সালু, ৩২নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, সদস্য আশরাফ, ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শহিদুল, ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড বিএনপির মজির মাষ্টার, মাদারটেক ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল, ৬১নং ওয়ার্ড সরাই ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক জামান, ডেমরা থানা আমুলিয়া ইউনিট বিএনপির সহ সভাপতি মো. মজিবর রহমান, রমনা থানা ১৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ইসকাটন, পশ্চিম বালিবাগ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, ১৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া, বিএনপি নেতা ইলিয়াস হোসেন ও যাত্রাবাড়ী থানা ৬৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাব্বির আহমেদ সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জহির, ২৯নং ওয়ার্ড ইসলামবাগ শাখা যুবদলের আহবায়ক নাসির উল্লাহ নাসির, ৫নং ফুলবাবু ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতানকে পুলিশ গ্রেফতার করেছে।
বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলামীন মৃধা সমাবেশে যোগ দিতে ঢাকা আসলে দৈনিক বাংলা মোড় এলকা থেকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করেছে।
রাজবাড়ী জেলা পাংশা থানার মো. মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা মো. সজিব রাজা, যশাই ইউনিয়ন বিএনপি নেতা জিহাদুল ইসলাম, পাংশা উপজেলা যুবদল নেতা মো. রেজাউল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন যুবদল নেতা বক্কার প্রামানিক, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মো. কাউসার প্রামানিক, কলিমহর ইউনিয়ন ছাত্রদল নোতা মো. জাহিদ হোসেন, যশাই ইউনিয়ন বিএনপি নেতা নবী উল্লাহ নবী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, লিটন, মো. কনক, আনিচুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক আব্দুর রব, মো. নজরুল ইসলাম, আতিকুল ইসলাম, মো, বদিউর রহমান পাশা, লিয়াকত আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম সুজন, ঢাকা সিএমএম কোর্ট থেকে ঝিনাইদহ সদর থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পদাক মোহাম্মদ তৌফিকুরকে ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লিটন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিন্টু মুন্সীকে পুলিশ গ্রেফতার করেছে।
ফেনী জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জাতীয়তাবাদী হেল্পসেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, ধলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নুর নবী, ১৫নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী ৭নং সদর ইউনিয়নের সামির, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশ্রাফুলকে নয়াপল্টন হোটেল মিডওয়ে থেকে পুলিশ গ্রেফতার করেছে।
বাড্ডা থানা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর আলম, রামপুরা থানা ৮নং ওয়ার্ড যুবদল নেতা আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
ভোলা জেলা চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ ফরাজি, মুন্না হোসেন, রায়হান, রাহিব, নয়ন পন্ডিত, ফরহাদ, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মুন্না, শ্রমিকদল নেতা কাদেরসহ ২০ থেকে ২৫জন নেতাকর্মীকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পুলিশ গ্রেফতার করেছে।
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা ছাত্রদল নেতা রবিউল দেওয়ান, আকাশ, মোহাম্মদ অমি, রাসেল মোল্লা, শাহারুককে পুলিশ গ্রেফতার করেছে।
মুন্সীগঞ্জ জেলা খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুল ইসলাম সুরুজ, মেদনীমৎল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা শাহ আলম, টংঙ্গীবাড়ী উপজেলা বিএনপি নেতা গোলাম হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী ইসলাম খন্দকারকে মোহাম্মদপুর বসিলা থেকে মোবাইল চেক করে পুলিশ আটক করে। ঝালকাঠি জেলা যুবদলের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রুহুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ তাওহীদ হোসেনকে গুলশান থানার পুলিশ এবং যশোর জেলা যুবদলের সহ সভাপতি রফিকুর রহমান রতনকে পুলিশ গ্রেফতার করেছে।
ভাটারা থানা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার, সদস্য হাসান শেখকে আদাবর থানা পুলিশ গ্রেফতার করেছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল রাত সাড়ে ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এর ঢাকা উত্তরার বাসায় সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে ১০ থেকে ১২জন অভিযান চালায়। এ সময় কর্তব্যরত দারোয়ানকে তারা গেইট খুলতে বললে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে তারা দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে দারোয়ানকে বেপরোয়া মারতে থাকে এবং বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য তারা লোহার গেইট ভেঙ্গে বাসার অন্যান্য লোকজনকে মারধর করে ও দরজায় হ্যামার, ড্রিল, হাতুড়ি দিয়ে ভেঙ্গে প্রায় ৩ ঘন্টা অন্যায়ভাবে অভিযান চালায়।
ঢাকা মহানগর পূর্ব যুবদলের সাবেক সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছাত্রদল মিঠুন আহমেদ, ১১নং ওয়ার্ড যুবদল নেতা রাজু হোসেন রোমানকে পুলিশ গ্রেফতার করেছে।
গাইবান্ধা জেলা ছাত্রদলের য্গ্মু সম্পাদক ইমাম হোসেন আলালকে মিডওয়ে হোটেল থেকে পুলিশ গ্রেফতার করেছে।
সারাবাংলা/এজেড/পিটিএম