Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের সমাবেশ হাউজ বিল্ডিং চত্বরে

স্পেশল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২০:২৫

ঢাকা: বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাউজ বিল্ডিং চত্বরে সমাবেশ করবে তারা।

বুধবার (২৬ জুলাই) রাতে সারাবাংলাকে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়ক শহিদুল ইসলাম কবির।

তিনি বলেন, ‘বায়তুল মোকাররমের উত্তর গেটে আমাদের অনুমতি দেয়নি। সংঘাত এড়াতে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাউজ বিল্ডিং চত্বরে সমাবেশ করার।’

মোড়েলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজ্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

সারাবাংলা/এজেড/পিটিএম

অনুমতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর