Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আরাফাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২০:১৩

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন।

বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের শপথ কক্ষে এ অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ মোহাম্মদ আলী আরাফাত শপথ অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর