Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ইতিহাসে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ১৯:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৯:৪২

ঢাকা: দেশে মঙ্গলবার (২৫ জুলাই) থেকে বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এটি বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ শনাক্তের পরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক রোগীর রেকর্ড। এর আগে ২০১৯ সালের ৬ আগস্ট সকাল ৮ থেকে ৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা দুই হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

বিগত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৭ জন। তবে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৩২৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৫ জন।

বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৯ সালের আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের চিত্র

২০১৯ সালের আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের চিত্র

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গু আক্তান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৭৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৩৭ জন। এর মাঝে ঢাকায় ১৮ হাজার ৭৪৪ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ইতিহাস ডেঙ্গু রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর